মেসি তিন বছর পর কেন বার্সেলোনায় ফিরছেন
লিওনেল মেসির বিদায়ের ক্ষত এখনো শুকায়নি বার্সেলোনা–সমর্থকদের মন থেকে। ২০২১ সালে অর্থনৈতিক সংকটের জেরে চুক্তি নবায়ন করতে ব্যর্থ হলে নাটকীয়ভাবে ভেঙে যায় মেসি–বার্সার প্রায় দুই দশকের সম্পর্ক। চোখের পানিতে বার্সাকে বিদায় জানিয়ে মেসি চলে যান প্যারিসের ক্লাব পিএসজিতে।
বার্সা ছাড়ার সময় অবশ্য আবারও ক্লাবটিতে ফিরে আসার ইচ্ছার কথা জানিয়ে রাখেন মেসি। এরপর ২০২৩ সালের গ্রীষ্মে অবশ্য মেসির দ্বিতীয় মেয়াদে বার্সায় ফেরার জোর গুঞ্জন শোনা গিয়েছিল।